৳ ৩৫০ ৳ ২৯৮
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
"শ্রেষ্ঠ কবিতা" বইয়ের ভূমিকা থেকে নেয়াঃ
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুর তিন বছর পর ১৯৯৪ সালে কবির শেষজীবনের ঘনিষ্ঠ সুহৃদ ও অগ্রজ কবি অসীম সাহার সম্পাদনায় প্রকাশিত হয় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা। প্রকাশমাত্রই স্বল্পায়তন এ সংকলনটি বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করে। কিন্তু কালক্রমে প্রকাশকের ঔদাসীন্য ও স্বেচ্ছাচারিতায় গ্রন্থটি থেকে রুদ্রের নিজস্ব বানানরীতি অপসৃত হয়েছে, প্রকাশনার মানেও পড়েছে অযত্নের ছাপ, এমনকি প্রচ্ছদে কবির নামটি ভুল বানানে মুদ্রিত।
এসব ছাড়াও গ্রন্থটি সম্পর্কে কবির শুভানুধ্যায়ীদের বহু অভিযােগ কানে এসেছে। সব মিলিয়ে, রুদ্রের প্রতিনিধিত্বশীল কবিতার একটি সুষ্ঠু ও পরিমার্জিত সংকলনের অভাব দীর্ঘ দিনের।
বর্তমান সংকলনটি সেই অভাববােধ পূরণে সক্ষম হলেই এই প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট সকলের পরিশ্রম সার্থক বলে বিবেচিত হবে।
Title | : | শ্রেষ্ঠ কবিতা |
Author | : | রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ |
Publisher | : | হাওলাদার প্রকাশনী |
ISBN | : | 9789848964231 |
Edition | : | 4th Edition, 2019 |
Number of Pages | : | 255 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (জন্ম: ১৯৫৬ সালের ১৬ অক্টোবর, মৃত্যু: ১৯৯১ সালের ২১ জুন) একজন প্রয়াত বাংলাদেশী কবি ও গীতিকার যিনি "প্রতিবাদী রোমান্টিক" হিসাবে খ্যাত। আশির দশকে কবিকণ্ঠে কবিতা পাঠে যে কজন কবি বাংলাদেশী শ্রোতাদের কাছে প্রিয় হয়ে ওঠেন তিনি তাদের অন্যতম। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম "বাতাসে লাশের গন্ধ"। এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলার মিঠেখালিতে গড়ে উঠেছে "রুদ্র স্মৃতি সংসদ"। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম তাঁর পিতার কর্মস্থল বরিশাল জেলায়। তাঁর মূল বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠেখালি গ্রামে। উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম। ঢাকা ওয়েস্ট এ্যান্ড হাইস্কুল থেকে ১৯৭৪ সালে এস এস সি এবং ঢাকা কলেজ থেকে ১৯৭৬ সালে এইচ এস সি পাস করেন। অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ১৯৮০ সালে সম্মানসহ বি এ এবং ১৯৮৩ সালে এম এ ডিগ্রি লাভ। তিনি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনের অন্যতম উদ্যোক্তা। জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক। ১৯৭৫ সালের পরের সবকটি সরকারবিরোধী ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রতিবাদী কবি হিসেবে খ্যাত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণআন্দোলন, ধর্মনিরপেক্ষতা, ও অসাম্প্রদায়িকতা তাঁর কবিতায় বলিষ্ঠভাবে উপস্থিত। এছাড়া স্বৈরতন্ত্র ও ধর্মের ধ্বজাধারীদের বিরুদ্ধে তাঁর কণ্ঠ ছিল উচ্চকিত। কবিকন্ঠে কবিতা পাঠে যে কজন কবি কবিতাকে শ্রোতৃপ্রিয় করে তোলেন, তিনি তাঁদের অন্যতম। তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ভালো আছি ভালো থেকো সহ অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। ১৯৮১ সালের ২৯ জানুয়ারি বহুল আলোচিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনকে বিয়ে করেন। ১৯৮৮ সালে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। ১৯৯১ সালের ২১ জুন রুদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন।
If you found any incorrect information please report us